২০১৭ সালে আদানী পাওয়ার এর সাথে ২৫ বছরের চুক্তি করে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার। চুক্তি অনুযায়ী ভারতের জারখান্ডে ১৬০০ মেঘা ওয়াট কান্টা পাওয়ার প্লান্ট থেকে বাংলাদেশকে ১ হাজার ৪ শত ৯৬ মেঘা ওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয় প্রতিষ্ঠানটি। যা পিক পাওয়ার প্লান্টে মোট চাহিদার ১০ শতাংশ।