লিজবন হয়ে ম্যানচেস্টার মাদরিদ টু রিয়াদ যেখানেই গিয়েছেন পায়ের জাদুতে মন্ত্র মুগ্ধ করেছেন সবাইকে। ২০০২ সালে যে যাত্রা শুরু করেছিলো তা আজও বহমান। ২২ বছরের এই কিংবদন্তি যাত্রায় কুড়িয়েছেন অসংখ্যক মনি ও মুক্তা। পেয়েছেন অনেক সাফল্য ও সম্মাননা। সেই তালিকায় যুক্ত হলো নতুন পালক ৯০০ গোলের দুরদান্ত মাইলফলক।
মাঠে বল গড়ানোর দর্শকদের হাতে দেখা গিয়েছিলো ৯০০ গোলের ছবি। আল নাসেরের হয়ে আগেই ৮৯৯ পৌছে গিয়েছিলেন। মঞ্চটা তাই আগেই প্রস্তুত ছিল তাই দর্শকদের আবদারটা পূরণ করতে খুব বেশি সময় নিলেন না ক্রিস্টিয়ানো। নিখুত এক ধাপে ক্যারিয়ারের প্রথম হিসেবে ৯০০ গোলের মাইলফলক পূরন করলেন এই পর্তুগিজ মহাতারকা। লিজবোনে বৃহস্পতি বার রাতে ন্যাশনস লীগে ক্রোয়েশিয়ার জালে দ্বিগুন করা গোলে এই কীর্তিটি গড়েন তিনি। এমন একটি রেকর্ড করার পরও নিজের বিখ্যাত উৎযাপন করেন নি তিনি। আবেগে কান্দায় ভেঙে পড়েন সিআর সেভেন। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে চেষ্টা করেছেন নিজেকে সমজোত রাখার। ৯০০ গোল হয়ে গেছে এটা তারও বিশ্বাস হতে চাচ্ছিলো না।
রোনালদো এখন পর্যন্ত তার ক্যারিয়ারে ম্যাচ খেলেছে ১২৩৬ টি। রোনালদো তার ক্যারিয়ারের প্রথম ৪ ম্যাচে কোন গোল পাননি। ২০০২ সালের ৭ই অক্টোবর ক্যারিয়ারের প্রথম গোল পান তিনি। সেই দিন জোড়া গোল করার পর আর পিছনে ফিরে তাকাননি তিনি। যতই সময় গড়িয়েছে রোনালদো নিজেকে তৈরি করেছেন গোল মেশিনে। এরপর একে একে ১০০ ২০০ ৫০০ ৯০০ গোলে পৌছালেন। তাও থামবার চিহ্ন টুকু নেই। ক্যারিয়ারের শুরু হয়তো নিজেও ভাবেননি দুনিয়া জোড়া ৭ নম্বর জার্সি গায়ে একদিন করে ফেলবেন ৯০০ গোল।
রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন রিয়্যাল মাদরিদ এর হয়ে। সর্বো জয়ী এই ক্লাবের হয়ে রোনালদোর গোল ৪৫০ টি। এরপর দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে রোনালদোর গোল ১৪৫ টি। জুবেনটাস এর হয়ে ইউরোপে খুব বেশি সাফল্য না পেলেও গোল পেয়েছেন ১০১টি। এছাড়া ৬৮ টি গোল করেছেন আল নাসের হয়ে এবং ৫ গোল করেছেন স্পোর্টিং লিজবোনের হয়ে। জাতীয় দলের রেকর্ড ১৩১ টি। রেকর্ড করার ৯০০ তম গোলটিও করেছেন পর্তুগালের জার্সিতেই।
রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন ডান পায়ে। নিজের ডান পা দিয়ে ৫৭৪ টি গোল করেছেন। পর্তুগিজ এই মহাতারকা মূলত ডান পায়ের খেলোয়ার হিসেবেই পরিচিত। ফলে ডান পায়ে সবচেয়ে বেশি গোল করবেন তা নিয়ে নেই কোনো সন্দেহ। তবে বাম পায়েও কম যান না তিনি। অপেক্ষাকৃত দুর্বল পায়ে রোনালদোর গোল ১৭৩ টি। তৃতীয় সর্বোচ্চ গোল হেড বা মাথা দিয়ে। মাথার স্পর্শে রোনালদোর গোল ১৫১ টি। এতো এতো রেকর্ড এর পর প্রশ্ন উঠে রোনালদো আসলে থামবেন কোথায়। কিছু দিন আগে নিজের ইউটিউব চ্যানেল এর জানিয়েছেন ১০০০ গোল এর আগে থামতে চান না তিনি।
Thanks For Visit Our Website