How to Build a Business with Soul

How to Build a Business with Soul?

Lifestyle

সকালের সূর্যটা তখন ধীরে ধীরে দিগন্তের উপর দিয়ে উঠছিল। আর বাতাসে তাজা কফির গন্ধ ভেসে আসছিল। আবির ডেস্ক এ বসে ওর কাম্পিউটার স্ক্রিনের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে ছিল। ও ঘন্টার পর ঘন্টা টানা কাজ করে যাচছিল ওর বিজনেস বিল্ড করার জন্য । কিন্তু এত কিছু করার পরও ওর কাছে যা পরে ছিল তা হলো ইনকমপ্লিট টাস্ক এর লম্বা লিস্ট আর একরাশ হতাসা। আবির সব সময় একজন উদ্দ্যগী বেক্তি ছিল। আর ও ওর বিজনেস বিল্ড করতে ওর সমস্ত এর্নাজি ঢেলে দিয়েছিল। কিন্তুে এতো কঠোর পরিশ্রম করার পরেও কিছু একটা ওর মিসিং মনে হতো। ও ওর মন থেকে এই ফিলিং টা কখোনই ঝেড়ে ফেলতে পারেনি। যে টাকা রোজগার করা আর লাইফে সাক্সেস পাওয়া ছারাও জীবনে আরও অনেক কিছু রয়েছে। আর তখনই ও এটা রিয়েলাইস করল যে নিজের সোলফুল বিজনেস দার করানোর জন্য ওকে নিজের আত্মা দিয়ে কাজ করতে হবে। আবির যেই সমস্যা ফেস করছিল অনেকেই এই সমস্যা ফেস করে। তারা তাদের ব্যাবসা বিল্ড করার জন্য তাদের সমস্ত এর্নাজি ঢেলে দেয়। কিন্তু তারা ভুলে যায় তারা শুধু একটা বিজনেস বিল্ড করছে না তারা একটা লাইফ তৈরি করছে। 

তারা তাদের উদ্দেশ্য আর স্থান হােরিয়ে ফেলে তাদের অসম্পূর্ন মনে করে আর শেষ হয়ে যায়। তারা একটা ব্যবসা দার করানোর জন্য এতটাই মনোযোগি হয়ে পরে যে তারা তাদের র্হাট আর সোল দিয়ে কাজ করতে ভুলে যায়। তারা মার্কেটের স্টেটিজিস,স্লেস ফানেল্স,আর ও আই নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পরে যে তাদের মূল্য এবং উদ্দেশ্য সম্পর্কে গুরুত্ব ভুলে যায়। 

সোলফুল ব্যবসা দার করানো সম্ভব। আর সেটা করার সুভিধা ও অনেক। আত্মা দিয়ে ব্যবসা দার করানো সুধু লাভ জনক নয় অর্থপূর্ন আর পূর্ন অনুভূতি ও বটে। এতে করে তুমি এমন কিছু তৈরি করতে পারবে যা সত্যি তোমার লাইফে মেটার করে। আর যেটা করলে তোমার জবনের উদ্দেশ্য আর দিক ও খুজে পাবে। 

আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে উন্নতিই সব। আর যে কাজে কোনো উন্নতি নেই সেই কাজের কোনো দাম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *